পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-২৫, বিজ্ঞান
অধ্যায় তিন : জীবনের জন্য পানি- নূরুন নাহার লাকী, সহকারী শিক্ষক, বাহরাম খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
- ২৮ জুন ২০২৩, ০০:০৫
সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘অধ্যায় তিন : জীবনের জন্য পানি’ থেকে আরো ১টি যোগ্যতাভিত্তিক ও কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
যোগ্যতাভিত্তিক ও কাঠামোবদ্ধ প্রশ্ন
প্রশ্ন : পানি দূষণের প্রধান কারণগুলো লিখ।
উত্তর : মানুষের অসাবধানী কাজের ফলে পানিতে নানা দ্রব্য মিশে পানি দূষিত হয়। নিচে পানি দূষণের প্রধান কারণগুলো উল্লেখ করা হলো-
(১) পুকুর বা নদীর পানিতে বাসন-কোসন মাজা, গোসল করা, ময়লা কাপড় কাচা, গরু-মহিষ গোসল করানো, পাট পচানো, পায়খানা-প্রস্রাব করা, প্রাণীর মৃতদেহ ফেলা প্রভৃতি উপায়ে নদী-নালা, খাল-বিল ও পুকুরের পানি দূষিত হয়।
(২) কলেরা, আমাশয়, টাইফয়েড ও ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর মলমূত্র, বিছানাপত্র ও জামাকাপড় পুকুর, খাল-বিল বা নদীর পানিতে ধুলে রোগজীবাণু মিশে পানি দূষিত হয়।
(৩) কলকারখানার বর্জ্য পদার্থ পানিতে ফেললে পানি দূষিত হয়। কারণ এই বর্জ্য পদার্থে ক্ষতিকর পদার্থ মিশে থাকে।
(৪) কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে তা বৃষ্টির পানিতে ধুয়ে খাল-বিল ও নদীর পানিতে মেশে, যা পানিকে দূষিত করে।
(৫) বন্যা ও জলোচ্ছ্বাসের সময় গ্রাম ও শহরাঞ্চল পানিতে ডুবে যায়। এতে মানুষ ও গৃহপালিত পশু-পাখির মলমূত্র পানিতে মিশে পানযোগ্য পানিকে দূষিত করে।
(৬) মাটির নিচে আর্সেনিকের খনিজ থাকে। আর্সেনিক ভূগর্ভের পানির স্তরের সংস্পর্শে এলে তা পানিতে মিশে পানিকে দূষিত করে।
(৭) পানিতে গাছের পাতা, খড়কুটা, গাছ-গাছড়া, পোকা, শৈবাল ইত্যাদি পচে পানিকে দূষিত করে।